Skip to main content

শৈশবের ঈদ স্মৃতি : মেহেদী হাসান জাকারিয়া


 কোভিড-১৯ ভাইরাসের দরুন পৃথিবী যেমন থমকে আছে সাথে আমাদের জীবনের যেসব মূহুর্ত তৈরীর সম্ভাবনা ছিলো সেগুলো আজ স্তিমিত , যেখানে আমরা পুরনো সব স্মৃতি গুলো মনে নিয়ে এখনো চলমান মুহূর্তগুলো উপভোগ করছি।

যাই হউক, সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। করোনা পরিস্থিতি মাথায় রেখে দেশের সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেন সেই দোয়াই রইলো।


ঈদুল আযহা আসলেই আমার জীবনে ঘটে যাওয়া একটা মজার কাহিনী মনে হয়ে যায়, যা আজ এই প্লার্টফর্মে শেয়ার না করলেই না, চলুন সেই গল্পে ডুব দিয়ে আসি।

তখন ২০১৫ সাল, আমি ক্লাস নাইনে পড়ি, রীতিমতো বাবা দেশের বাইরে থাকায় মা পরিবারের সব দায়িত্ব পালন করলেও টুকটাক আমারও আম্মুকে সাহায্য করা হতো।

কোরবানী ঈদের ঠিক ৪ দিন আগে আম্মু বলতেসেন এইবার তুমি তোমার খালুজানের সাথে গরু কিনতে যাবা।( বলে রাখা ভালো খালুজান আর উনার বোন আর আমরা মিলে কুরবানীর জন্য এইবার মিলিত হয়েছিলাম।)

আমরা ঠিক ঈদের ২ দিন আগে যোহরের নামাজ পরে আমাদের ওইখানে একটা এলাকায় গরু কিনার উদ্দেশ্যে রওনা দেই। ঠিক সময়ে আমরা ওই এলাকায় একটা চাচীর বাড়িতে যাই, চাচীর সাথে কথা বার্তা বলে গরুটা নিয়ে নেই।

এ পর্যন্ত সব ঠিক ছিলো, বিপত্তিটা,তখনি বাঁধে যখন গরুটাকে নৌকায় তুলতে যাবো ঠিক তখন, কোনোমতেই গরুটাকে নৌকায় তুলা যাচ্ছে না, চতুষ্পদ প্রাণী হয়েও তার মালিকের প্রতি কেমন ভালোবাসা তা ওইদিন আমি ওই গরুটাকে না দেখলে বুঝতাম না। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, চেয়ে দেখি সবাই ধরাধরি করে তুলতেসে আমাকে, ততক্ষণ আমার কোনো হুশই ছিলো না কারণ গরুটারে নৌকায় তুলতে গিয়ে রশি ধরে টান দেওয়ার,সময় গরুর হেঁচকা টানে আমি পানিতে পড়ে যাই,  পানি থেকে উঠার পর আমি হাসতাছি আমার দেখাদেখি আমার খালুও হাসে উনার বোনের ছেলেও হাসতেছে তারপর এক পর্যায়ে খালু বলে উঠলেন,

বাবারে যেভাবে পানিতে পড়ছিলা যদি কিনার না হতো তাহলে আজকে একটা বড় বিপত্তি ঘটে যেতো।

সামান্য ব্যাথা পাইসিলাম।

যাই হউক বড়,কোনো রকম বিপত্তি ছাড়াই আল্লাহর রহমতে আমাদের কোরবানী দেওয়ার কার্য সম্পন্ন হয়েছিলো।


এই ছিলো আমার সাথে ঘটে যাওয়া একটা মজার মুহূর্ত।

সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানাই এবং স্বাস্থ্যবিধি মেনে ইদকে উদযাপন করুন

ধন্যবাদ সবাইকে।  


লেখা : মেহেদী হাসান জাকারিয়া

Comments

Post a Comment

Popular posts from this blog

Incredible History Of Camera

Photography as we know it didn’t emerge until the 1800s, while certain optical effects have been known  since Roman,Ancient Greek, and Chinese times. 𝐓𝐡𝐞 𝐅𝐢𝐫𝐬𝐭 𝐂𝐚𝐦𝐞𝐫𝐚 (𝐎𝐛𝐬𝐜𝐮𝐫𝐚) – 𝟒𝐭𝐡 𝐂𝐞𝐧𝐭𝐮𝐫𝐲 𝐁𝐂. The camera (Obscura) was the very first camera. However, there weren’t any techniques to permanently capture the image. 𝐖𝐡𝐨 𝐢𝐧𝐯𝐞𝐧𝐭𝐞𝐝 𝐭𝐡𝐞 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐜𝐚𝐦𝐞𝐫𝐚 𝐎𝐛𝐬𝐜𝐮𝐫𝐚? The first known record describing a camera dates from the 4th century BC. It was the Mozi, Han Chinese philosopher, who documented the natural optical phenomenon known as “camera obscura”. 𝐓𝐡𝐞 𝐈𝐧𝐯𝐞𝐧𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐏𝐡𝐨𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 𝐂𝐚𝐦𝐞𝐫𝐚 – 𝟏𝟖𝟏𝟔 The person who took the first photograph was 𝐍𝐢𝐜é𝐩𝐡𝐨𝐫𝐞 𝐍𝐢𝐞𝐩𝐜é, he was a French inventor who developed heliography. So, The credits for inventing photography goes to Nicéphore Niepcé as well. First Photograph by Niepcé First Photo of a human 𝐅𝐢𝐫𝐬𝐭 𝟑𝟓𝐦𝐦 𝐂𝐚𝐦𝐞𝐫𝐚 – 𝟏𝟗𝟏𝟎 In the 1910s...

Project Sunamganj - Charity

 Muhurta এবং Muhurta Sunamganj জেলার সহযোগিতায় আজ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।   যারা আর্থিক ভাবে এবং ভলান্টিয়ার হয়ে আমাদের সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। Project Area : তেলিয়াপাড়া, জামালগঞ্জ ; সুনামগঞ্জ জেলা।  ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রতি ব্যাগে ছিল - 1kg চিনি     1/2kg লবন 1kg আলু     1/2L ভ্যোজ তেল  1/2kg ডাল  2kg চাল  সেমাই      নুডলস  1kg পেঁয়াজ  সহ অন্যান্য । " Make A Contribution; Bring Smile To Few Faces "

Dangerous Mind Set : Freelance Photography & YouTube Filmmaking

Nowadays;  One thing that attracts a lot, especially the new generation, is YouTube Filmmaking & Freelance Photography. 𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞 𝐅𝐢𝐥𝐦𝐦𝐚𝐤𝐢𝐧𝐠 𝑯𝒐𝒘 𝒎𝒖𝒄𝒉 𝒊𝒏𝒄𝒐𝒎𝒆 𝒊𝒔 𝒑𝒐𝒔𝒔𝒊𝒃𝒍𝒆? This income is very unstable & not fixed.  From 1,000 views, sometimes it can be 04 dollars, sometimes you can't get 01 dollar.  Again, no income can come from 10k views. For an example: A YouTuber is earning 100 dr. after 1.5M views.  For this, as much money is invested or that time is given.  That compares to 100 dr.  is noting So;  Such a mind can never be set.  At least, that full time YouTube filmmaking on the platform of Bangladesh.  Because, it won't cost you as much money to run your family.  1/2 people are different but never for a large numbers of people.  You can take this as a hobby 𝐅𝐫𝐞𝐞𝐥. 𝐏𝐡𝐨𝐭𝐨𝐠𝐫𝐚𝐩𝐡𝐲 𝑰𝒏𝒄𝒐𝒎𝒆 & 𝑭𝒖𝒕𝒖𝒓𝒆 Yes; photography has money but it will never give you a stabl...