কোভিড-১৯ ভাইরাসের দরুন পৃথিবী যেমন থমকে আছে সাথে আমাদের জীবনের যেসব মূহুর্ত তৈরীর সম্ভাবনা ছিলো সেগুলো আজ স্তিমিত , যেখানে আমরা পুরনো সব স্মৃতি গুলো মনে নিয়ে এখনো চলমান মুহূর্তগুলো উপভোগ করছি। যাই হউক, সবাইকে অগ্রীম ঈদের শুভেচ্ছা। করোনা পরিস্থিতি মাথায় রেখে দেশের সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেন সেই দোয়াই রইলো। ঈদুল আযহা আসলেই আমার জীবনে ঘটে যাওয়া একটা মজার কাহিনী মনে হয়ে যায়, যা আজ এই প্লার্টফর্মে শেয়ার না করলেই না, চলুন সেই গল্পে ডুব দিয়ে আসি। তখন ২০১৫ সাল, আমি ক্লাস নাইনে পড়ি, রীতিমতো বাবা দেশের বাইরে থাকায় মা পরিবারের সব দায়িত্ব পালন করলেও টুকটাক আমারও আম্মুকে সাহায্য করা হতো। কোরবানী ঈদের ঠিক ৪ দিন আগে আম্মু বলতেসেন এইবার তুমি তোমার খালুজানের সাথে গরু কিনতে যাবা।( বলে রাখা ভালো খালুজান আর উনার বোন আর আমরা মিলে কুরবানীর জন্য এইবার মিলিত হয়েছিলাম।) আমরা ঠিক ঈদের ২ দিন আগে যোহরের নামাজ পরে আমাদের ওইখানে একটা এলাকায় গরু কিনার উদ্দেশ্যে রওনা দেই। ঠিক সময়ে আমরা ওই এলাকায় একটা চাচীর বাড়িতে যাই, চাচীর সাথে কথা বার্তা বলে গরুটা নিয়ে নেই। এ পর্যন্ত সব ঠিক ছিলো, বিপত্তিটা,...
Muhurta is a youth org. Established 2020. Muhurta in English Moments. This organization is driven by university students. We believe in learning, enjoyment and contribution to society.